কুলাউড়া পৌরসভার ব্যবস্থাপনায় সাপ্তাহিক হাট চালু

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌরসভার ব্যবস্থাপনায় স্বাপ্তাহিক হাট চালু হয়েছে। বুধবার দুপুর ১২টায় পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় পৌরসভার নিজস্ব ভূমিতে সাপ্তাহিক হাটের উদ্বোধন করেন পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, পৌরসভার সচিব শরদিন্ধু রায়, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, আতাউর রহমান চৌধুরী সোহেল, সাইফুর রশীদ সুমন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সম্পাদক মইনুল ইসলাম শামীম, বর্তমান সম্পাদক আতিকুর রহমান আখইসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

কুলাউড়া পৌরসভা সূত্রে জানা গেছে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘদিনের প্রত্যাশিত এবং সর্বস্তরের জনসাধারণের ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে এখন থেকে প্রতি বুধবার কুলাউড়া পৌরসভার ব্যবস্থাপনায় সাপ্তাহিক হাট কার্যক্রম পরিচালিত হবে। এতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মোরগ, মাছ, সবজিসহ প্রৃয়োজনীয় সকল প্রকার কৃষিজাত পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করা হবে।

কৃষক, জেলে, কামার, কুমারসহ সকল ধরনের পণ্য উৎপাদক সরাসরি হাটে বসে ক্রেতার নিকট বিক্রয় করতে পারবেন। এজন্য কোন প্রকার টোল ফি লাগবে না। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রথম দিনে প্রায় শতাধিক বিক্রেতা তাদের পণ্যসামগ্রী নিয়ে দোকান সাজিয়েছেন। আর ক্রেতারা পছন্দের পণ্য ক্রয় করছেন নায্যমূল্যে। প্রথম দিনে সাপ্তাহিক হাটে ব্যাপক সাড়া পড়েছে।

পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন,শহরের ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে প্রতি বুধবার সাপ্তাহিক হাট চলবে। ব্যবসায়ীদের সুবিধার্থে আগামী ৬ মাস টোল ফি ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে পণ্য বিক্রয়ের সুযোগ থাকবে। এই হাটে পৌরসভা কর্তৃক ক্রেতা-বিক্রেতার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *