আইজিপি পদক পাচ্ছেন ওসি আব্দুছ ছালেক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। বর্তমানে তিনি জেলার রাজনগর থানায় কর্মরত রয়েছেন। ২০২৩ সালে কুলাউড়ায় কর্মক্ষেত্রে প্রশংসনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে জানা গেছে, ২০২৩ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, পেশাদারিত্ব জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ও স্বীকৃতিস্বরূপভালো কাজে অবদানের জন্য ওসি আব্দুছ ছালেককে এই পদকে ভূষিত করা হয়।আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ওসি আব্দুছ ছালেককে এ পদক পরিয়ে দেবেন।এক প্রতিক্রিয়ায় ওসি আব্দুছ ছালেক বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর এ প্রাপ্তিতে কর্মোদ্দীপনা ও দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেবে। এই পুরস্কার যেন আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়, এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

 

উল্লেখ্য, ২০২৩ সালে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের জঙ্গিবিরোধী অভিযানে সিটিটিসিকে সহায়তা করে বিশেষ ভূমিকা রাখায় ওসি মো. আব্দুছ ছালেকের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *