স্পোর্টস কুলাউড়া পরিবারের পক্ষ থেকে ক্রীড়া সংগঠক-প্রবাসী এনাম,নাজমুল-কে সম্মাননা
স্টাফ রিপোর্টারঃ খেলাধুলার জন্য লাইভ প্রচার মাধ্যম ফেইসবুক পেইজ স্পোর্টস কুলাউড়া পরিবারের পক্ষ থেকে ২১ আগস্ট সোমবার রাতে ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার প্রকাশক আমেরিকা প্রবাসী মিসবাউর রহমান এনাম ও ইতালী প্রবাসী ক্রীড়া সংগঠক সাংবাদিক নাজমুল হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

অনুষ্ঠানে স্পোর্টস কুলাউড়ার এডমিন রবিউল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও কাওছার হোসেইন বাবলুর পরিচালনায় স্পোর্টস কুলাউড়ার সার্বিক দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন সংবর্ধিত ব্যক্তিত্ব মিসবাউর রহমান এনাম, নাজমুল হোসেন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মুক্তাদির,সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক সঞ্জয় দেবনাথ,ক্রীড়া সংগঠক তোফায়েল আহমেদ ডালিম,নুরুল ইসলাম বাবলা,সাংবাদিক নাজমুল বারী সোহেল,স্পোর্টস কুলাউড়ার পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ ইমন, সাজ্জাদ হোসেন শাহীন, শিপন খান,অয়েছ আহমেদ,রবিউস সানি মামুন,আবিদ হাসান,মোহাম্মদ আলী শোভন,শাহান খান,নাঈম আহমেদ, দুরুদ আহমেদ, সহ স্পোর্টস কুলাউড়ার সদস্য বৃন্দ প্রমুখ।

বক্তব্য অনুষ্ঠান শেষে দুই সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্পোর্টস কুলাউড়া পরিবারের সকল সদস্য বৃন্দ শেষে অতিথি ও পরিবারের সকল সদস্যদের নিয়ি কুলাউড়া খেলাধুলাকে আরো উন্নত করার লক্ষে খোলামেলা আলোচনা করা হয়।

Najmul