বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে আহত সুমনকে নগদ অর্থ প্রধান।
মোঃ ইব্রাহীম আলীঃ ৬ ফেব্রুয়ারি রবিবার কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষথেকে সড়ক দূর্ঘটনায় আহত বাদে মনসুরের বাসিন্দা মোঃ সুমন মিয়াকে বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রধান করা হয়।
এসময় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল এর সঞ্চালনায় উপস্থিত থেকে আলোচনা করেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমেদ শামিম, সংগঠনের সদস্য কাতার প্রবাসী নাছির উদ্দিন। অসুস্থ সুমন মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন বাদে মনসুর গাউছিয়া জামে মসজিদের খতিব হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ, উপস্থিত ছিলেন মোঃ সফর খান,ব্যবসায়ী মোঃ রাজু, কাওছার আহমেদসহ পরিষদের সদস্যবৃন্দরা।
মোঠোফোনে সংগঠনের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু বলেন আমাদের এই সংগঠনের জন্মলগ্ন থেকে আমার মানুষ ও সমাজের কল্যানে কাজ করছি ইনশাআল্লাহ আমার এলাকার মানুষ আমাদের সাথে থাকলে আমরা আমাদের এই বাদে মনসুর এলাকা কে একটি আধুনিক পরিচ্ছন্ন ও সুন্দর এলাকা হিসেবে তৈরি করবো। আমি আমার এলাকা ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসীর জন্য আপাদের কাছে দোয়া কামনা করছি।