কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠী প্রকৃতি আবগাহনে সম্পন্ন
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া শাখা কর্তৃক আয়োজিত প্রকৃতি আবগাহনে উপজেলার লংলা ভ্যালী ক্লাবে অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি শনিবার লংলা ভ্যালী ক্লাব মাঠে সারাদিন ব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয় এতে সংগঠনের সহ-সভাপতি বিপুল চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মান্য মিত্র সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, আনন্দ বিদ্যাপীঠের পরিচালক মাহবুব করিম মিন্টু, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম খান শাহীন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত রায় ও জয়ন্ত দেবনাথ,কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উদীচী কর্মী সাংবাদিক নাজমুল বারী সোহেল, সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কাশেম রুবেল, লালসূর্য্য খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জয়সেন দাস, ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল,হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম,বিশিষ্ট ব্যাংকার সুজিত দে, উদীচী কুলাউড়া শাখার সহ সাধারণ সম্পাদক শিল্পি নান্টু দাস ও অনিরুদ্ধ রায় চন্দন,সাংকৃতিক কর্মী জিয়াউল হক জিয়া,সংগীতশিল্পী দিলীপ ঘোষ,উদীচী সহসভাপতি সুমিত্রা ভট্টাচার্য মিত্রা প্রমুখ।
অনুষ্ঠান চলাকালীন অবস্থায় সবার সাথে এসে মিলিত হন এবং ফোটোশেসন করেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। এসম সময় উদীচীর সাধারণ সম্পাদক সুমন মিত্র বলেন জমজমাট এই মিলনমেলায় উপস্থিত আমন্ত্রিত সকলের কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি এবং উদীচীকে এগিয়ে নিতে সকলের ভোলো কর্মদক্ষতা ও সহযোগিতা কমনা করেন।