কুলাউড়ায় সবুজ সিংহে-র আয়োজনে ফাহিম স্মৃতি দ্বৈত নক আউট ব্যাডমিন্টন টূর্নামেন্টের শুভ উদ্বোধনী
রুবেল বখস পাবেল; কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়ার আয়োজনে ফাহিম স্মৃতি দ্বৈত নক আউট ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০২৩ ইং, উদ্বোধনের খেলা সম্পন্ন হয়েছে।
বুধবার ২৫ জানুয়ারি উত্তর মাগুরা কুলাউড়া উপজেলা রোড সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সবুজ সিংহ কুলাউড়ার সভাপতি আব্দুল বাছিত এর সভাপতিত্ব ও সবুজ সিংহ-র সাধারণ সম্পাদক পারভেজ বখস এর পরিচালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আব্দুস শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদ প্রভাষক মইনুল ইসলাম সবুজ,উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিএশোন( সি পি এর) এর সভাপতি কামরুল হাসান বখস, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি ইসলাম উদ্দিন,এনাম হোসেন খান স্বত্বাধিকারী ফাল্গুনী রেস্টুরেন্ট,এ সময় উপস্থিত ছিলেন সবুজ সিংহ ক্লাবের সহ সভাপতি সিপার পক্স, জুয়েল আহমদ শ্রমিক নেতা, রুবেল, জুবেল, মাসুম, রিংকু বক্স, রাজেল, সাকিব, সামাদ, সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বিএমটিসি কুলাউড়া কে হারিয়ে গুরুপ পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে টার্গেট পয়েন্ট ফ্যাশন হাউজ।
খেলা উদ্বোধনের আগে ফাহিম স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।