কুলাউড়াকে শান্তির জনপদে পরিণত করবো: এমপি শফিউল আলম চৌধুরী নাদেল

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে কুলাউড়াকে ভূমি দখল, যানজট, মাদকমুক্ত করে শান্তির জনপদে পরিণত করবো। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত কুলাউড়াকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্টে অন্তর্ভুক্ত করে কুলাউড়াকে এগিয়ে নিয়ে যাবো।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এমপি নাদেল কুলাউড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করায় কুলাউড়ার সর্বস্তরের জনগণসহ নির্বাচনে সম্পৃক্ত প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কৃতজ্ঞতা জানিয়ে কুলাউড়ার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত এমপি নাদেলকে অভিনন্দন জানিয়ে ও কুলাউড়ার বিভিন্ন সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের (ভার.) চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মো. আলী মাহমুদ, আইনশৃঙ্খলা কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, অ্যাডভোকেট এটিএম মান্নান ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) মো. আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আজিজুর রহমান মনির, মোছাদ্দিক আহমদ নোমান, জাফর আহমদ গিলমান, মমদুদ হোসেন, আব্দুল মালিক, খোরশেদ আহমদ খান সুইট, মো. আব্দুল ওয়াদুদ, মো. খলিলুর রহমান ও মুহিবুল ইসলাম আজাদ প্রমুখ।

এ ছাড়া সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার পূর্বে এমপি শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *