বন্ধুসভার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন কুলাউড়ায়

প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার ২৫ বছর পূর্তি উপলক্ষে কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে ২৩ জানুয়ারি (মঙ্গলবার) কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা এবং ভালো কাজের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে শীতার্ত মানুষের মধ্যে উষ্ণ কমল বিতরণের মধ্য দিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা শহিদুল ইসলাম তনয় এর সঞ্চালনায় রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, টিবিএফ এর সভাপতি মইনুল ইসলাম শামীম, কুলাউড়া শিল্প কলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ, কেবিসি নিউজের বার্তা সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুলাউড়া শাখার সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, বার্তালোকের সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল, জিয়ন কাঠি সাহিত্য সংসদ এর সভাপতি ইব্রাহিম খলিল, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রভাষক মোহাম্মদ খালিক উদ্দিন, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, বিন্দুর সম্পাদক সিরাজুল আলম জুবেল।

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি কল্যান প্রসন চম্পু, ডা: হেমন্ত চন্দ্র পাল, সাংবাদিক নাজমুল বারী সোহেল।নবগঠিত কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সভাপতি আশিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান নাঈম, সহ সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সুনিম।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ চঞ্চল, কাওছার আহমেদ চৌধুরী সাব্বির, এ কে এম জাবের, সোহেল আহমদ, স্বপন কুমার দাস। এছাড়াও অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার সিনিয়র সদস্য শামছুর রহমান সমছু, ৯৫ ব্যাচের সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুলাউড়ার বার্তার প্রতিনিধি ইব্রাহিম আলী।

কুলাউড়া বন্ধুসভার নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আইরিন আক্তার জুলি, প্রচার সম্পাদক রুবেল আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ, স্বাস্থ্য ও ক্রিড়া সম্পাদক আতিকুর রহমান আরিয়ান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মিন্টু মল্লিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বুশরা জান্নাত মাইনশা, বইমেলা সম্পাদক জাইমা খান, কার্যনির্বাহী সদস্য জাকির আহমদ চৌধুরী, রাহাদ আহমদ নাজমুল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *