কুলাউড়ায় বছরের শুরুতে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

মৌলভীবাজারের কুলাউড়ায় ১ জানুয়ারি বছরের শুরুতে বই উৎসবে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সবক’টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুয়েল হোসাইন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুতিস চন্দ চন্দ সঞ্চালনায়।

উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সদস্য মাহমুদুল রহমান মিনু প্রেসক্লাব সাধারণ সম্পাদক খালেদ পারভেজ, বখস,সমাজসেবক হেলাল আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদকঃ সামসু উদ্দিন বাবু স্কুলের  শিক্ষক মোঃ সাইদুল ইসলাম রায়হান মজুমদার, রোকসানা আক্তার, লিটন কুমার শীল প্রমুখঃ

স্কুলের সভাপতি জুয়েল হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন নতুন বই নতুন বছর তাই সবাইকে নতুন ভাবে শুরু করতে হবে। সবাইকে মনে রাখতে হবে যে জাতি সবচাইতে বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই আমাদের বেশি করে পড়ালেখা করতে হবে এবং দেশ ও জাতীর জন্য ভালো কিছু করার উদ্দেশ্য নিজেকে তৈরি করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, মাধ্যমিক স্তরের মোট ৮২টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরন করা হয়েছে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভুঁইয়া জানান, সরকারি ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের মোট ২৯৫টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *