কুলাউড়ায় কমল হাউস প্রকল্পের ৯ম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপ

বহির্বিশ্বের ছড়িয়ে-ছিটিয়ে থাকা কুলাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত সংগঠন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার আয়োজনে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে করা সংগঠন “কমল হাউস” প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের নবম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ রফিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নায়েম মিছবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানের জুম লিংকের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার প্রতিনিধি হিসাবে এ ঘরের সার্বিক দায়িত্ব পালন করেন উপদেষ্টা অধ্যাপক আব্দুল আহাদ এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মান্না কোষাধক্ষ্য সহ দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান আফতাব, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সরওয়ার আলম বেলাল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী সোহেল, ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান লুৎফুর, সম্পাদক ফয়ছল আহমেদ, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইদুল ইসলাম লাকি, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন, রিপন আহমেদ প্রমুখ। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে জুম লিংকের মাধ্যমে যুক্ত ছিলেন কমর উদ্দিন জামাল, ভিপি সোহেল, রায়হান বখস, মিছবাহ চৌধুরী, বাপ্পী খাঁন, ফারুক রশিদ, আব্দুল কাদির, সীপা নুর আক্তার, মো: জসিম উদ্দিন, নুরুল ইসলাম জাকির, ময়নুল, সাদ উদ্দিন, জুনেদ আহমদ, মাসুক আহমেদ সুজন প্রমুখ। বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দরা কুলাউড়ায় কমল হাউস প্রকল্পের ৯‌ম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দোয়া মাহফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *