হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের আয়োজনে শিক্ষা উপকরন ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান
কুলাউড়ার গৌড়করণ ছাতাপীর (রহ.) ছাহেব বাড়ি মাদ্রাসা হলরুমে সংবর্ধনা ও ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয় ১৭ ফ্রেব্রুয়ারি শনিবার।
অনুষ্ঠানের শুরুতে ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, যুক্তরাজ্য প্রবাসী সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল সেফুল, আঞ্জুমানে আল-ইসলাহ সৌদি আরব জেদ্দা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমদ আল জুমান, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ
।
বক্তব্য অনুষ্ঠান শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে উপস্থিত ছিলেন প্রবাসী সিদ্দিকুর রহমান ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, প্রবাসী রুবেল আহমদ, নোমান হোসাইন, জিল্লুর রহমান, সৌদি আরব প্রবাসী কয়েছ আহমদ, আলা উদ্দিন, নাছির উদ্দীন বাদশা, আব্দুল মুক্তাদির চৌধুরী ফাহিম, সাইফুর রহমান। এছাড়াও শিক্ষার্থী ও এলাকার প্রবীণ মুরব্বিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।