সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত।মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়ার উত্তর বাজার ফুট হাউস রেস্টুরেন্টে এ সবুজ সিংহ কুলাউড়া সভাপতি আব্দুল বাছিত সভাপতিত্বে ও সবুজ সিংহ কুলাউড়া সাধারণ সম্পাদক মোঃ পারভেজ বখস এর পরিচালনায়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি সিপার বখস, সহ সভাপতি রুবেল আহমদ ,সহ সভাপতি জুবেল আহমদ। এছাড়া অনুষ্ঠানে সংগঠনে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মোলক আলোচনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদ রুবেল বখস পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদ শিপন আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদ গৌবিন্দ চন্দ্র দাস।
এসম উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রিংকু বখস, সহ- সাংগঠনিক ইন্তিয়াজ মাহি,প্রচার সম্পাদক মোঃ সামাদ বক্স,সহ প্রচার সম্পাদক নাহিম আহমদ,দপ্তর সম্পাদক আবিদ আহমদ, অর্থ সম্পাদক রাহুল দেব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সায়েম আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক সার্জিল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শুভ পাল,সদস্য ম্যাডাপ, সদস্য তাওহীদ, সদস্য পলাশ, শাকিল,সুয়েব,আদিল,তায়েফ,সাফি,পাবেল,শনি,ইব্রাহীম,মাশফি প্রমুখঃ সভায় খেলাধুলা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ড ও সুবিধা বঞ্চিত খেলোয়ারদের কথা তুলে ধরা হয়। তার পাশাপাশি সমাজে অসহায় ও হত দরিদ্র মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ বক্স বলেন।