মৌলভীবাজার জেলার দীর্ঘমেয়াদী সেরা করদাতা নির্বাচিত হলেন কুলাউড়ার ব্যাবসায়ী নেতা হাজী চেরাগ আলী
সিলেট কর অঞ্চলের আওতাধীন মৌলভীবাজার জেলার দীর্ঘমেয়াদী সেরা করদাতা নির্বাচিত হয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ২ বারের সভাপতি,কুলাউড়া পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসীন্দা বিশিষ্ট ব্যবসায়ী হাজী চেরাগ আলী।
১৮ ডিসেম্বর সোমবার সিলেট রোজভিউ হোটেলে সেরা করদাতার ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কাস্টমসের কমিশনার মো. এনামুল হক ও সিলেট চেম্বার এন্ড কর্মাসের সভাপতি তাহমিন আহমদ প্রমুখ।#