মৌলভীবাজারে নবম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ আব্দুছ ছালেক

মৌলভীবাজারে নবম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ আব্দুছ ছালেক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান ওসি আব্দুছ ছালেকে’র হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
জানা যায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কু-খ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই গাড়ী উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, অল্প সময়ের মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ মাসে নবম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুছ ছালেক।
শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এসআই/মোঃ আনোয়ার মিয়া ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই/মোঃ রুমান মিয়া।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *