ভাষা সৈনিক সৈয়দ আকমল হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

কুলাউড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক সৈয়দ আকমল হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভা উদযাপন কমিটির আহবায়ক, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের সভাপতিত্বে ও সিলেট পরিবেশ-নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের পরিচালনায় সৈয়দ আকমল হোসেনের জীবন ও কর্ম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সাবেক ট্রেড ইউনিয়ন নেতা হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সিলেট জেলা বারের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিশিষ্ট কবি শহীদ সাগ্নিক, সৈয়দ আকমল হোসেনের রাজনৈতিক সহকর্মী আমির আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া টিবিএফের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সৈয়দ আকমল হোসেন স্পষ্টভাষী, নিবেদিত, সর্বস্ব বিলিয়ে দেওয়া রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে তিনি লড়ে গেছেন। বিভিন্ন বাধাও তাকে আটকাতে পারেনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *