বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী সদস্য হলেন নাদেল

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন।
এক প্রজ্ঞাপনে তিনি স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।

শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এবং বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।
এদিকে, নাদেল সংসদ সদস্যের পাশাপাশি স্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট তথা কুলাউড়ার সর্বস্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শফিউল আলম চৌধুরী নাদেল রাজনীতির বাইরে ক্রীড়াঙ্গনের সাথেও জড়িত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব পালন করছেন কুলাউড়ার এ কৃতি সন্তান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *