বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের খবর জানানো হয়নি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে এ বৈঠক শুরু হয়। পৌনে এক ঘণ্টাব্যাপী চলে বৈঠক।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে-এর সঙ্গে এই বৈঠক হয় বলে জানা গেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অংশ নেন।