বজ্রপাতে কিশোর আ.হ.ত
কুলাউড়ার ভাটেরায় বজ্রপাতে ইমন (১৬) নামে এক কিশোর গু.রু.ত.র আ.হ.ত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটেরার দক্ষিণভাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বর্তমানে সে সিলেটের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। সে ওই এলাকার সিপন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, বজ্রপাতে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।