ধান বিক্রিতে কোনও সিন্ডিকেট তৈরি হতে দেয়া যাবে না: কৃষিমন্ত্রী

কৃষি মন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, আমি সিলেট অঞ্চলের মানুষ। আমি হাওরের মানুষের দুঃখ বুঝি। সুনামগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা বিগত সময়ে দেখেছি যে হাওরের বন্যার কারণে পুরো জেলার বোর ফসল নষ্ট হয়ে গেছে মানুষের কিছুই ছিল না।

বন্যা মোকেবেলা করে আমরা ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সে লক্ষ্যই কাজ করবেন বলে জানান তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল)সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসবে প্রধান অতিথি বক্তব্যে কথা গুলে বলেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, ধান বিক্রিতে যেন কোনও সিন্ডিকেট তৈরি না হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কৃষিকে সহজ করতে সরকার যান্ত্রিকরন বাড়াচ্ছে। দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের এখানে যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলবো ধানের দামে যেন মধ্যসত্বভোগী কেউ সুবিধা নিতে না পারে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারে, সে দিকে কঠোর ভাবে লক্ষ রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনও সিন্ডিকেট তৈরি না হয় সেদিকে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের লক্ষ রাখতে হবে।

কৃষি মন্ত্রী আরও বলেন, আমরা যে মেশিন দেই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয়, পরে আমরা ঠিক করি। এ ভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে। আমরা আশা করি এ বছর ভাল ভাবেই ফসল ঘরে তুলতে পারবে কৃষকরা।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *