ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
সম্প্রতি কুলাউড়া উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে টিনের ঘর সমুহ ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত অসহায় ৬ টি পরিবারের জরাজীর্ণ ঘর সংস্কার করার জন্য ঢেউ টিন প্রদান করে পাশে দাড়ালো রাতগারস ইউনিভারসিটি বাঙ্গালি এসোসিয়েশন অব নিউজার্সি, ইউএসএ
১৬ এপ্রিল রবিবার দুপুরে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাতগারস ইউনিভারসিটি বাঙ্গালি এসোসিয়েশন অব নিউজার্সি, ইউএসএ এর আর্থিক সহায়তায় এবং মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের আয়োজনে ৬ পরিবারের মধ্যে এ ডেউটিন বিতরণ করা হয় এবং একটি পরিবারের ঘর সংস্কারের জন্য নগদ ১৪ হাজার টাকা প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্তিতি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,
মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মুক্তাদির হোসেন, পৌর কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল ।

কুলাউড়া সদর ইউনিয়নের প্যালেল চেয়ারম্যান হাসিনা আক্তার ডলি, ইউপি সদস্য সেবি বেগম, আমেনা মিষ্টি ঘরের স্বত্তাধিকারী জাহের আলম চৌধুরী, অনুলিপি কুলাউড়া’র প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সায়েম আহমদ, সোস্যাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সমাজ সেবক রশিম আলী।