জাপার ৪ চার নেতা বাদ দিয়েছেন জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য করলেন রওশন

রওশনপন্থি অংশের জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়ামে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা জিএম কাদেরের আগের কমিটি থেকে বাদ পড়েছিলেন।

এই চারজন হলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) ও জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রওশনপন্থি অংশের নবনিযুক্ত মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এছাড়া জিএম কাদেরের পার্টিতে কেন্দ্রীয় কমিটি থেকে যাদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল, তাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ।

সৌজন্যেঃজাগোনিউজ

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *