কুলাউড়া বিএনপির সাংগঠনিকসহ ৩ নেতা কারাগারে
স্টাফ রিপোর্টার; বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার আসামিরা কুলাউড়া আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হলেন–উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপির-সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমেদ ও উপজেলা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল মিয়া।
এর আগে এই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় আজ আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।