কুলাউড়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক সুয়েব ও তৌসিফকে সংবর্ধনা
মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাব সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মইনুর রহমান সুয়েব ও তৌসিফ চৌধুরীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সংবর্ধিত অতিথি ও প্রেসক্লাব সদস্য মইনুর রহমান সুয়েব এবং তৌসিফ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচডি রুবেল, সদস্য আতিকুর রহমান আখই, আব্দুল করিম বাচ্চু ও ইউসুফ আহমদ ইমন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সুয়েব ও তৌসিফ প্রেসক্লাবের উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
পরে সংবর্ধিত অতিথি সুয়েব ও তৌসিফের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।