কাউন্সিলর মনির উদ্যোগে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ
কুলাউড়া কাউন্সিলার মনির উদ্যোগে এলাকার ভোটারদের মধ্যে ঈদ উপহার বিতরণ।
কুলাউড়া পৌরসভা’র জনপ্রিয় মহিলা কাউন্সিলার তাছলিমা সুলতানা মনি’র উদ্যোগে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার ১০ এপ্রিল বিকালে কাউন্সিলার মনি’র দক্ষিণ মাগুরা’স্থ বাসায় বিতরণ করা হয় এই খাদ্য সামগ্রী।
এতে কুলাউড়া পৌরসভা’র ৩ টি ওয়ার্ডের ৩০ টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোক্তাদির হোসেন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ৪নং ওয়ার্ডের বাসীন্দা সমাজ সেবক কামাল আহমেদ প্রমুখ। এছাড়া শেষ রমজান উপলক্ষে ইফতারের আগমুহূর্তে মাগুরা এলাকায় পথচারীদের মধ্যে ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন কাউন্সিলার মনি।
উল্লেখ্যঃ কাউন্সিলার তাছলিমা সুলতানা মনি বিগত পৌরসভা’র নির্বাচনে ৪, ৫ ও ৮ ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করছেন।