কুলাউড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪,ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রার্থীরা অনলাইনে তাদের নিজ নিজ মনোনয়ন দাখিল করেন।
চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ও সহসভাপতি কামাল হাসান মনোনয়ন দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, তালামীয নেতা আফজাল হোসেন সাজু, চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু, মো. সাইফুল ইসলাম কুতুব, পূরণ উরাং।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম মনোনয়ন দাখিল করেছেন।
নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।