কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ পরিচালকদের শপথ পাঠ করান জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।

বিদায়ী চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভার.) খোকন কুমার সাহার পরিচালনায় শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। তিনি নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, সমবায় দেশের অর্থনীতির এক মডেল হিসাবে কাজ করছে।

সমবায়ীরা শোষিত ও মেহনতি মানুষের অধিকার আদায় করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কেন্দ্রীয় গণফোরাম নেতা মতাহির আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কমলগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী।

আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, পরিচালক জহিরুল ইসলাম জসিম, সমবায়ী মো. ইদ্রিছ আলী ও আব্দুল লতিফ।

উল্লেখ্য, গত ২ অক্টোবর কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) অনুষ্ঠিত নির্বাচনে মো. সাইফুল ইসলাম ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল হোসেন এবং ৬ পরিচালক মো. ফখরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম জসীম, সৈয়দ সিদ্দিকুর রহমান, মিনারা বেগম ও স্বপ্না বেগম নির্বাচিত হন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *