কুলাউড়ায় ৪২ লাখ টাকা ব্যয়ে হচ্ছে দৃষ্টিনন্দন শহীদ মিনার

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিনের উপেক্ষিত দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ অবশেষে গ্রহণ করা হয়েছে। কুলাউড়া শহরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা পরিষদের বাস্তবায়নে দৃষ্টিনন্দন এ শহীদ মিনারের নির্মাণকাজ অচিরেই শুরু করা হবে বলে জেলা পরিষদসূত্রে জানা গেছে। জানা যায়, কুলাউড়া পৌর শহরের আধুনিক ডাকবাংলোর প্রবেশমুখে প্রাচীনতম একটি শহীদ মিনার রয়েছে। শহীদ মিনারটি পুরাতন হয়ে যাওয়ায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায় মহান ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। মাঝেমধ্যে সংস্কারকাজ করে শহীদ দিবসসহ অন্যান্য অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে বৃহৎ আকারে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের দাবি উপেক্ষিত ছিল। অবশেষে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় কুলাউড়াবাসীর দীর্ঘদিনের উপেক্ষিত দাবি বাস্তবায়ন হচ্ছে।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান জানান, কুলাউড়ার শহীদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডার আহবান করে ঠিকাদার নিয়োগ, ড্রয়িং ও ডিজাইনের কাজ শেষ করা হয়েছে। তিনি আরও জানান, শহরের বঙ্গবন্ধু উদ্যানে জেলার মধ্যে অন্যতম অত্যাধুনিক শহীদ মিনার নির্মাণ করা হবে। আগামী সপ্তাহের মধ্যে শহীদ মিনারের নির্মাণকাজ শুরু করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *