কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সবুজ
এ সময় কুলাউড়ার কর্মরত সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি রকিবুর রহমান, ইছরাব আলী ইছই ও অ্যাডভোকেট তৈমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি এবং রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
মতবিনিময়কালে সবুজ বলেন, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছেন।
এ কারণে আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচিত হলে আগামীতে সকলের সহযোগিতায় কুলাউড়াকে ‘স্মার্ট কুলাউড়ায়’ রূপান্তরিত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।