কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের মতবিনিময়

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল পর্যায়ে ভোগ করছে। তিনি প্রধানমন্ত্রীর আগামী লক্ষ্যমাত্রা অর্জন এবং রূপকল্পের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ ছাড়া তিনি স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

এ সময় কুলাউড়ার বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখস, ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ও মমদুদ হোসেন, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, মিন্টু দেশোয়ারা, সাইদুল হাসান সিপন, মাহফুজ শাকিল প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *