কুলাউড়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ একজন আটক
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ওবায়দুল হক (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
গতকাল(৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়া সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মসজিদুর রহমান নামক মসজিদের পাশে জনৈক অলিউর রহমানের মুদির দোকানের পেছনে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এসময় আটককৃত ওবায়দুল হককে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩৯ বোতল ফেনসিডিল এবং তার শার্টের পকেটের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃত ওবায়দুল হক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।