কুলাউড়ায় দিনব্যাপী ব্যবসায়ী সমিতির পিঠা উৎসব উদযাপন

কুলাউড়া শহরে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি (বুধবার) দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।


কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো; বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন , উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা কাজী ফজলল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ক্যশৈন্যু, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম ও প্রভাষক সিপার উদ্দিন আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স।

এছাড়া ও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তারি হোসেন,কুলাউড়া অনলাইন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামস উদ্দিন বাবু, আশিকুল ইসলাম বাবু, ইব্রাহিম আলী প্রমুখ।

উল্লেখ্য দিনব্যাপী পিঠা উৎসবে মোট ১৫টি স্টল অংশ নেয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *