কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাস্থ শিবির রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবির রোডের বাসিন্দা মৃত মো. আব্দুল মতিনের ছেলে হৃদয় আহমদ বাহার (৩০), মৌলভীবাজার সদর উপজেলার মাঝেরহাটি ছৈয়ারপুরের বাসিন্দা মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন (৩৭) ও একই উপজেলার মাতারকাপনের বাসিন্দা আছকর মিয়ার ছেলে মো. সাজু মিয়া (৩৫)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে- শুক্রবার রাতে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোবাইল এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান,এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *