কুলাউড়ায় টিলার মাটি কাটায় পাঁচজনকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় অবাধে টিলা ও কৃষিজমির মাটি কাটায় পাঁচজনকে দুই লাখ ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক মো. রিয়াজুর রহমানসহ থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, একটি চক্র বেশ কয়েক দিন যাবৎ টিলা ও কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে।এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে টিলা কাটার অপরাধে সৈয়দা ফাহিমাকে (৩২) এক লাখ ৫০ হাজার টাকা, কাদিপুর ইউনিয়নের ছকাপন গ্রামে কৃষিজমির মাটি কাটার অপরাধে রতন ধরকে (৫২) ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর এলাকায় সুরমানকে (৩৩) ৫০ হাজার টাকা, হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে সুজিতকে (২৮) পাঁচ হাজার টাকা ও সরকারি কার্য সম্পাদনে বাধা দেওয়ায় ফয়জুর রহমান কামরুলকে (৪০) ৫০০ টাকাসহ মোট দুই লাখ ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করতে সতর্ক করা হয়েছে।

আগেও কুলাউড়ার বিভিন্ন এলাকায় টিলা কাটায় অভিযান পরিচালনা করা হয়েছিল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *