কুলাউড়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কুলাউড়া শাখার আয়োজনে ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর শনিবার বিকেলে রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় বক্তব্য দেন উদীচীর সাবেক সভাপতি ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, রুদ্রবীনার প্রতিষ্ঠাতা ড. রজতকান্তি ভট্টাচার্য, উদীচী সহ-সভাপতি বিপুল চক্রবর্তী,কন্ঠ শিল্পি সুমিত্রা ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী নান্টু দাস, উদীচী কর্মী কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, প্রভাষক খালিক উদ্দিন, শিল্পী দিলীপ ঘোষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী দিলীপ ঘোষ, সূচনা ধর, অঞ্জয় দেব নাথ, কলি মল্লিকা, আরিয়ান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আলম সুমন, ব্যবসায়ী কল্যান সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, শিক্ষক ধিরজিত সিংহ, ব্যবসায়ী আনজীনা চৌধুরী