কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন কুলাউড়া রেলওয়ে থানার ওসি মো. এরশাদুল হক ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম, কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট এটিএম মান্নান, গিয়াস উদ্দিন আহমদ ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ, পল্লী বিদ্যুতের এজিএম নাজমুল হক তারেক, কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস, বনবিভাগের আহমদ আলী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই প্রমুখ।