এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ১০৩৭তম ডিনার মিটিং ও কমল বিতরন অনুষ্ঠিত।
২০২৪ বর্ষের প্রথম ডিনার মিটিং আলোচনা সভা ও সেবাপর্বে একটি মাদ্রাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৬ই জানুয়ারি মঙ্গলবার রাতে স্থানীয় পাকশী পার্টি সেন্টার হলরুমে এ আয়োজন সম্পূর্ন হয়। আনুষ্ঠানে এপেক্সিয়ান পেসিডেন্ট ২৪ বর্ষ আব্দুল জলিল এর সভাপতিত্বে ও পান্না চন্দ্র নাথ এর সঞ্চালনায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরহাদ আহমেদ বক্তব্য রাখেন এফ এম ফৌজি চৌধুরী, শহিদুল ইসলাম তনয়, ডাঃ হেমন্ত চন্দ্র পাল,কবির আহমেদ, নাজমুল বারী সোহেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জুবায়ের সোহেল, রাসেল আহমেদ,দুলন ধর,শামিম আহমেদ,প্রশান্ত দেব নাথ, কাওছার আহমেদ সাব্বির,আব্দুল কাইয়ুম মিন্টু প্রমুখ।
Write to Najmul Bari Suhel