ইমো আইডি হ্যাকের অভিযোগ
ইমো আইডি হ্যাকের অভিযোগ কুলাউড়া ব্যবসায়ী আবু মোহাম্মাদ সেলিম আহমেদ নামে এক ব্যবসায়ীর ইমো নম্বর হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে। ঐ ব্যবসায়ী এই ইমো নাম্বার হ্যাক হয়ার কারনে থানায় একটি অভিযোগ করেছেন বলে যানিয়েছেন।
তিনি অনুরোধ করেছেন যে এই মোবাইল নাম্বারের০১৭১১-১৮৫৮৪৩ ইমু বা ওয়াটসাপ থেকে কারো কারো কাছে কোন টাকা পয়সা দাবি করলে না দেওয়ার জন্য।
অনুরোধ ক্রমেঃ আবু মোহাম্মদ সেলিম মোবাইলঃ ০১৭১১-১৮৫৮৪৩কুলাউড়া -মৌলভীবাজার