আর্তমানবতার সেবায় চলছে VAIJAN24 এর কার্যক্রম
২০২১ সালের ডিসেম্বর মাস থেকে VAIJAN24 নামে একটি সামাজিক সংগঠন ধারাবাহিক ভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশ-বিদেশে অবস্থানরত দেড় শতাধিক যুবকরা এই গ্রুপের মাধ্যমে এলাকার গরীব অসহায়দের নিয়ে কাজ করছেন প্রতিনিয়ত।
উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও পরিচালক কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের এস, এ পলাশ জানান ইতিমধ্যে তারা তাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকজন অসুস্থ রুগির চিকিৎসার ব্যবস্থা করেছেন, বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, অসহায় কিছু ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন, তাদের এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছেন সংগঠনের সকল সদস্যরা।
এছাড়াও সংগঠনের পরিচালনায় রয়েছেন মোঃ মতিউর রহমান জনি,আব্দুল আহাদ হেলিম,জমসেদ হোসেন,মাজহারুল, সাকিব,সালমান,বেলাল,ফাহিম,শাহরিয়ার নাজিম,তাজুল ইসলাম,লুৎফুর,রুমন,কাশেম,মঈনুল, আজিজ,মুন্না,মিজান,জাহরান,জাফরান, আলমগীর হোসেন,রুকন,রাহুল,রাসেল সহ অনেকে। সংগঠনের সাথে সম্পৃক্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান পরিচলানার দায়িত্বরত সকল সদস্যরা।