আব্দুর বারী কুটু মিয়া-র ১৯তম মৃত্যু-বার্ষিকী পালিত।

কুলাউড়া’র মানুষের প্রিয় মুখ সত্য ও ন্যায় সংগ্রামে যিনি সব সময় অবিচল থাকতেন রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুর বারী কুটু মিয়া-র মৃত্যু-বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ রবিবার পরিবারের পক্ষ থেকে লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসা জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসে কোরআন খতম দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, মরহুমের ছেলে এসএসসি ৯৫ ব্যাচের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল বারী কাবেল, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাজেদুর বারী দোয়েল, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, বাংলাদেশ প্রেস ক্লাব কুলাউড়া উপজেলা শাখার সভাপতি পাভেল বক্স রুবেল, সংবাদকর্মী সামছুউদ্দিন বাবু, ইব্রাহিম আলী, এম এ আহাদ, জাকির আহমদ চৌধুরী, রাজ্জাক প্রমুখ।

 

উল্লেখ্যঃ সাংবাদিক নাজমুল বারী সোহেলের পিতা মরহুম আব্দুর বারী কুটু সোনাপুর এলাকার আপ্তাব মিয়া মেম্বারের পুত্র ২০০৫ সালের ১০ আগষ্ট ৬ই রমজান দক্ষিণ বাজার নিজ বাসায় মৃত্যু বরন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *