অর্ধ যুগ পালন করলো অনলাইন প্রোর্টাল প্রিয় বাংলা।

অর্ধ যুগ-৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো অনলাইন প্রোর্টাল প্রিয় বাংলা, ১৯ মার্চ সোমবার কেক কাটা’র মধ্যে দিয়ে উদযাপন করা হলো এই দিনটি। এসময় আলোচনা সভা ও প্রোর্টালের দুই পরিচালক কে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রিয় বাংলার উপদেষ্টা মোক্তাদির হোসেনের সভাপতি’ত্বে ও প্রিয় বাংলার সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেলের সঞ্চলনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অথিতি, প্রিয় বাংলার পরিচালক হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাজান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী পরিচালক অধ্যাপক কমর উদ্দিন আহমেদ জামাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম মছব্বির আলী, রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি জুবের খাঁন, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল।

উপস্থিত ছিলেন প্রিয় কুলাউড়া’র সম্পাদক ও পরিচালক এ কে এম জাবের, দৈনিক সমকালের কুলাউড়া প্রতিনিধি আশফাক তানবীর, দৈনিক কালবেলার কুলাউড়া প্রতিনিধি মহি উদ্দিন রিপন, অনুলিপি কুলাউড়া’র প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, দৈনিক দেশের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সংবাদকর্মী সামছুউদ্দিন বাবু, কুলাউড়া’র বার্তার ইব্রাহিম আলী, অনুলিপি কুলাউড়া’র প্রতিনিধি মোহাম্মদ সুমন, প্রিয় বাংলার প্রতিনিধি আবুল কাশেম সুনিম, জাকির আহমদ চৌধুরী প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *