অমর একুশে বই মেলায় কিশোর লেখক আদিব আহনাফ এর
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ৭ ঘটিকায় অমর একুশে বই মেলা প্রাঙ্গণে কিশোর লেখক আদিব আহনাফ চৌধুরী’র প্রথম ইংরেজি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বইমেলায় মোড়ক উন্মোচন মন্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব নজরুল ইসলাম, যুগ্ম সচিব শফিউল আলম, জনপ্রিয় কথা সাহিত্যিক তৌহিদুর রহমান ও মনি হায়দার, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক আব্দুল মান্নান, ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, ব্যাংকার মো. মেজবাহ উদ্দিন আহমেদ তুহিন, অতিরিক্ত এসপি নজরুল ইসলাম, শফি আহমেদ চৌধুরী জুয়েলসহ লেখকের পিতা মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, অতিরিক্ত ডিআইজি, মাতা নাজনীন পারভীন, উপ-সচিব এবং আরো অনেকে।
লেখক আদিব আহনাফ চৌধুরী তার বক্তব্যে কবিতার বইর এর সারকথা উপস্থিত সুধীজনের কাছে তুলে ধরেন এবং তাকে উত্সাহিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে কিশোর লেখকের পিতা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।