১৬ অক্টোবর বাংলাদেশে আসছে প্রোটিয়ারা
রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে নারী টি-টোয়েন্টি বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে। শঙ্কা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়েও। তবে সকল শঙ্কা উড়িয়ে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ১৬ অক্টোবর সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে প্রোটিয়াদের।
সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকার চার সদস্যের পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছিলেন নিরাপত্তা ব্যবস্থা দেখতে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
তবে সকল শঙ্কা উড়িয়ে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিসিবি সিরিজ সূচি ঘোষণা করায়।
আগামী ২১ অক্টোবর মিরপুরে হবে প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে ২৯ অক্টোবর। সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা।