সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ

সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থানকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এর আগে বিকেল ৫টার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। বিকেল ৫টার দিকে নগরীর আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক ও তরুণ চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এসময় পাল্টা টিয়ারসেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চৌহাট্টা পয়েন্টের তিনদিকে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির পরও মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। নানা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে নগরীর চৌহাট্টা এলাকা।

অন্যদিকে আন্দোলনকারীদের ঠেকাতে দুপুর থেকে নগরীর বিভিন্ন সড়কে মহড়া দিয়েছে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *