মৌলভীবাজার জেলার কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময়
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন হাটের ইজারাদারদের সাথে রোববার (০৯ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন। তারা পশুর হাটে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
এসময় পুলিশ সুপার পশুর হাটের ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, কোন অবস্থাতেই রাস্তার উপর পশুর হাট বসানো বা গরু-ছাগল উঠানো যাবে না, আবার পশু পরিবহনের গাড়ি দিয়েও যেন রাস্তা ব্লক না হয় সেদিকে নজর রাখতে হবে। কোরবানির পশুর হাটে জাল টাকা, চোরাই গরু, অজ্ঞান বা মলম পার্টি বা চাঁদাবাজির মত ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন।
পশুর হাটের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের প্রতি গুরুত্ব আরোপ করেন।
এছাড়া তিনি সরকার নির্ধারিত হারের অতিরিক্ত ইজারা আদায় না করার জন্য ইজারাদারদের অনুরোধ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ।