মনসুর প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাদ্রাসায় চেয়ার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে মনসুর মাদ্রাসায় চেয়ার বিতরণ, প্রবাসীদের সংবর্ধনা ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর (সোমবার) মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ জালাল খাঁন এর সভাপতিত্বে ও সাংবাদিক মহিউদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মনতাজিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোহিত বাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম কর্ণদার আব্দুল ওয়াদুদ, মাদ্রাসার শিক্ষক জোবায়ের আহমদ হাসানী, আব্দুর রব, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম মনসুর জামে মসজিদের সহ সভাপতি খালিছ মিয়া, মোজাহিদ আলী, মাদ্রাসার অবিভাবক সদস্য, সাইফুর রহমান ছানা, আক্তার আলী, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, শিক্ষক জালাল আহমদ, আব্দুল আজিজ , ইংরেজি প্রভাষক সুলতান আহমদ, প্রবাসী কল্যাণ সংস্থার আরেক কর্ণদার জহির আহমদ আনছর, সংস্থার দেশীয় প্রতিনিধি মুহিবুর রহমান জাবেদ, বাহরাইন প্রবাসী আব্দুল করিম, সৌদি আরব প্রবাসী বাবুল মিয়া কাতার প্রবাসী কবির আহমদ, করিম আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জাহিদ আহমদ, সাকেল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র আমির হামজা, এবং অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাও: মোতাহের আলী।