বুড়িকিয়ারি বাঁধ অপসারণে ৩ উপজেলা কুলাউড়া জুড়ী বড়লেখার মতবিনিময় সভা
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী ও বড়লেখাসহ ৩ উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে কুলাউড়া পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
সভায় বক্তব্য রাখেন কুলাউড়ার উপজেলা চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, বড়লেখার উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, জুড়ীর উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বড়লেখার পৌর মেয়র আবু ইমাম কামরান, কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান রাজকুমার কালোয়ার রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর নুর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিন্টু প্রমুখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, সাংবাদিক আজিজুল ইসলাম ও কল্যাণ প্রসূন চম্পু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, তালামীয নেতা খন্দকার অজিউর রহমান আসাদ প্রমুখ।
সভায় বক্তারা ৩ উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতার মূল কারণ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকিয়ারি বাঁধ অপসারণে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে এ ব্যাপারে স্বারকলিপি প্রদান করা হবে।
১ মাসের মধ্যে বাঁধ অপসারণ অথবা জলাবদ্ধতা নিরসনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা না হলে ৩ উপজেলার সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই বাঁধ কাটবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।