বাংলাদেশ বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার মুয়ীদ চৌধুরী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। গত ১৮ আগস্ট তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।

আব্দুল মুয়ীদ চৌধুরী মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃতী সন্তান। তিনি ২০০১ সালে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে তিনি পেশাগত দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *