বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে সাড়ে ছয় লক্ষ টাকা বিতরন
বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ -এর ব্যবস্থাপনায় কুলাউড়ার টিলাগাঁও ও ভূকশিমইল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষের মধ্যে ১৭ নভেম্বর (রবিবার) নগদ সাড়ে ছয় লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
ওই দিন সকালে ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। পরে বিকেলে টিলাগাঁও ইউনিয়নের বিএনপি নেতা ডা: মো. কেরামত আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কো-অর্ডিনেটর এম. এ আজিজের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খাঁন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহ-সভাপতি হাজী মোঃ আনা মিয়া, সাধারণ সম্পাদক মো: হারুন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক লন্ডনের কাউন্সিলর সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সিলেট কো-অর্ডিনেটর আক্তার আহমদ, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, স্থানীয় সমাজসেবক মাওলানা হামিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল বারী সুহেল, মহি উদ্দিন রিপন, সংবাদকর্মী শেখ রানা, আরিয়ান রিয়াদ তরুণ সংগঠনক জামিল আহমদ, আতিকুর রহমান জুমান, তৌহিদুর রহমান সিদ্দিক, রুহুল আমিন, প্রমুখ।