কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া এলাকায় বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ।
এসময় অনুষ্ঠানে শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন এর সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অর্থ বিতরন করেন সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল ইসলাম।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, সাকোর পরিচালক শামিম আহমদ, দৈনিক কাজির বাজার এর কুলাউড়া প্রতিনিধি শামিম আহমদ, সংবাদকর্মী সামসুদ্দিন বাবু,ওহিদুর রহমান সাদি, ময়জুল ইসলাম, জাকির আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক, রিয়াদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য: মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র পক্ষ থেকে ৮০টি পরিবারকে ১০০০/= করে আর্থিক অনুদান প্রদান করা হয়।