জুড়ীতে শিক্ষার্থীদের ছাত্রলীগের ওপর হামলা

মনিরুল ইসলা,জুড়ী: মসারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতারসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজার জেলার জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) শহরের নিউ মার্কেট থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্বর হয়ে আবারও নিউ মার্কেট এলাকায় এসে মিছিল শেষ হয়।

শেষ মুহূর্তে নিউ মার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মিছিলে সমাপনী বক্তব্য প্রদানের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে হামলা চালায়। মাথায় হ্যালমেট ও হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

হামলায় মৌলভীবাজার সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র আফজাল হুসেন, মুছাওইর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র তানবির ও নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র তামিম আহত হন। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *